স্টাফ রিপোর্টার, নোয়াখালীঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জায়গা দখল নিয়ে মিথ্যা তথ্য দিয়ে যুবদল নেতা ইউনুস মাঝিকে হেনেস্তা করার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে কুচক্রী মহল।এমন ঘটনা ঘটেছে উপজেলার টানবাজার লালচর ৬নং ওয়ার্ডের ৯নং বুড়িশ্চর ইউনিয়নে।
আওয়ামী সরকারের পতন হওয়ার পর ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি ইউনুস মাঝি সরকারি জায়গা দখল করে বিক্রি করা ও মাছ ধরার হার বিক্রি করার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে এমন তথ্য এলাকায় চটকদার বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে।
এবিষয়ে ইউনুস মাঝির সাথে কথা বললে তিনি বলেন,এমন তথ্য সম্পূর্ণ ভুল।স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পূর্বেও এখানে দোকান ছিলো। সমসাময়িক কিছু অস্থায়ী দোকান প্রতিস্থাপন হলে তা আমি প্রতিহত করি ও বিট অফিসার সামাদকে ২ ফেব্রুয়ারী আনুমানিক রাত ১১টায় কারা স্থাপনা করে বিষয়টি জানাতে মুঠোফোনে বিষয়টি অবগত করি।
তিনি আরো বলেন,আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য আওয়ামীলীগের কিছু কুচক্রী মহল আড়ালে এমন হট্রগোল তৈরি করেছে।
মাছের হারের বিষয়ে জেলেদের সাথে আলাপ করলে,তারা বলে এ বিষয়ের সাথে ইউনুস মাঝির কোন সম্পৃক্ততা নেই।
অবৈধ জায়গা দখলের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়,ইউনুস মাঝির দেওয়া তথ্যের সত্যতা আছে।সেখানকার কয়েক দোকানদার এর সাথে মুঠোফোন আলাপ করে জানা যায়,প্রায় ২০১৬ সাল থেকে দোকান করে যাচ্ছে আশ্রাফ,সাহাব উদ্দিন প্রায় ৩ বছর পূর্ব থেকে এখানে দোকান করে যাচ্ছে।
এবিষয়ে রেঞ্জ অফিসার প্রণব কুমার জানায়,উনি কর্মস্থলে আনুমানিক ২০২৩ জুন থেকে এই পর্যন্ত ঐ দোকান সমূহ দেখে আসছেন।তখন উচ্ছেদ করার পরিকল্পনা করলেও আওয়ামী নেতাদের তদবিরে তা করতে পারিনি।
এখন উচ্ছেদের বিষয়ে অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের জনবল এ বিষয়ে মাঠে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
Leave a Reply