মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি ২০২৫, চানপাড়া বাজার থেকে পাঁচবিবি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এসআই সোহেল রানার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে শতাধিক নিরপরাধ মানুষ নিহত হন। এ ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এই সহিংসতার জেরে অন্তর্বর্তীকালীন সরকার ২৩ অক্টোবর ২০২৪ সালে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ১৮-এর উপধারা (১) অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন, গুম ও হত্যার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামুনুর রশিদ ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালানো, তাদের অপহরণ, নির্যাতন এবং গুম-হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।
বাংলাদেশ সরকার দেশব্যাপী সন্ত্রাসী সংগঠন ও অপরাধীদের ধরতে ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানের আওতায় ইতোমধ্যে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। পাঁচবিবিতে মামুনুর রশিদের গ্রেফতারও এই অভিযানেরই অংশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply