ফারিছ আহমদ,হোসেনপুর উপজেলা প্রতিনিধিঃ
ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫ ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়ক সংস্কারের নামে অনিয়ম এবং হাইওয়ের রোডে পিচঢালা রাস্তা ইটের সলিং করার অভিযোগে আজ সকাল ১০টায় মান্দারী বাজার, লক্ষ্মীপুর সদরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনের আয়োজন করে মান্দারী ইউনিটি ফাউন্ডেশন*। তাদের সঙ্গে সহযোগিতা করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন। মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে অনিয়মের প্রতিবাদ জানায়।
মানববন্ধনের মূল দাবি ছিল মহাসড়কের সংস্কার প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষা করা। আয়োজকেরা অভিযোগ করেন, মহাসড়ক সংস্কারের নামে ইটের সলিং ব্যবহার করে সরকারের অর্থ অপচয় করা হচ্ছে। এতে শুধু উন্নয়ন ব্যাহত হচ্ছে না, জনগণের ভোগান্তি আরও বাড়ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।”মানববন্ধনের ব্যানারে প্রতিবাদসূচক নানা বার্তা এবং স্থানীয় সংগঠনগুলোর লোগো প্রদর্শিত হয়। একটি বড় মুষ্টিবদ্ধ হাতের ছবি ব্যানারে প্রতিবাদের শক্তি এবং ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে আয়োজকেরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং অনিয়ম রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
Leave a Reply