মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ -এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে একাডেমির প্রাঙ্গণে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি ও তালীমুল ইসলাম ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালীমুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সম্মানিত আমীর জনাব মোঃ ফজলুর রহমান সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব মুহার হাসিবুল আলম।এছাড়াও উপস্থিত ছিলেন অত্র একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এ বি এম ছিদ্দীকুল্লা, তালীমুল ইসলাম ট্রাস্ট ও অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভার প্রকাশ ঘটায় অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply