সোলায়মানঃ
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ শাখার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত উপজেলা কমিটিতে মোঃ শরিফুল হক সুরুজ সভাপতি ও ইমন আহমেদ ইমু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি কার্যক্রম পরিচালনা করবে।
শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মোঃ আমিনুর রহমান জনি এবং সদস্য সচিব মোঃ রুহুল আমিনের যৌথ স্বাক্ষরে অনুমোদনপত্র প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ শরিফুল হক সুরুজ গণমাধ্যমকে বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জাতীয় ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। তাঁর আদর্শ, দেশপ্রেম ও কর্মকে ধারণ করে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব। নাগরপুরের তরুণ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে উদ্বুদ্ধ করা হবে এ কমিটির প্রধান লক্ষ্য। আগামী দিনে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমন আহমেদ বলেন,“এই দায়িত্ব আমাদের জন্য যেমন গৌরবের তেমনি একটি বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও সুসংগঠিত করব। শহীদ জিয়ার দেশপ্রেম ও কর্মকে উপজীব্য করে নাগরপুর উপজেলা কমিটি জনগণের পাশে থাকবে। সংগঠনের প্রতিটি সদস্যের সহযোগিতায় আগামী দিনে আমরা নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।”
কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন,সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তোফায়েল আহমেদ(কাশেম),সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাগবীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান খান কিসমত, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আনিসুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নুর আলমসহ মোট ৭১ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুমোদন অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ ও আদর্শ প্রচারে কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply