নুর আলম সাদ্দাম , শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
পাহাড়ি জমিতে সবজি চাষ করে ব্যাপক বিপ্লব ঘটিয়েছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাবেলাকোনার পাহাড়ি চাষীরা ৷ কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারনে বদলে গেছে পরে থাকা পাহাড়ি জমির চিত্র ৷ ফসল ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি ৷ চলতি বছর অন্তত কয়েক হেক্টর জমিতে চাষ হয়েছে শিত কালিন সবজির ৷ কৃষি বিভাগের সহায়তা পেলে আরো ভালো ভাবে সবজি চাষ করতে পারবেন বলে জানান কৃষকরা ৷ চলতি মৌসুমে চাষ হয়েছে লাউ, বরবটি,ঝিংগা, কদু, বেগুন,ও শিমুল আলুর ৷ এর ভিতরে সব থেকে বেশি চাষ হয়েছে বড়বটি এবং শিমুল আলু ৷ তবে সব সময় আতংকে থাকতে হয় এই অঞ্চলের কৃষকদের কে ৷ প্রতি বছর বন্য হাতী ওই অঞ্চলের কৃষকদের সবজির প্রায় ১ তৃতিয়াংশ নষ্ট করে ফেলে ৷ কৃষক হেদায়াতুল ইসলাম জানায় সরকারী সহায়তা পেলে তারা দেশের সবজীর বড় একটা অংশ পূরন করতে সক্ষম হবে ৷
Leave a Reply