মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস আজ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া স্বাধীনভৌম বাংলাদেশে আজ দেশ ব্যাপি বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে যশোর জেলার শার্শা উপজেলায় প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি'র মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। বিজয় দিবসের শুভ সূচনা ঘটানো হয়,শার্শা উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।
এরপর বিজয় দিবস ২০২৪ এর সকালে শার্শার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিস্থলে উপজেলা প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন ও ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান। এসময় সেখানে পুলিশ কর্মকর্তা সহ সরকারি প্রতিষ্ঠানের অফিসারবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপি অন্যান্য কর্মসূচি'র মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,বেনাপোল পৌর এলাকার
কাগজপুকুর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ,শার্শা উপজেলা মিনি স্টেডিয়ামে বীরমুক্তিযোদ্ধা,পুলিশ,বিএনসিসি,আনসার-ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলণ,বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান,গ্রামীন ঐতিহ্যবাহী খেলা-ধূলা/প্রীতি ফুটবল ম্যাচ,উপজেলা প্রশাসনিক ভবন ও উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতা,স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা,স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে হাসপাতাল,বৃদ্ধাশ্রম,এতিমখানা,শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নত মানের খাবার পরিবেশন,বেনাপোল বলফিল্ড/পৌর বিয়ে বাড়ী প্রাঙ্গণে বিজয়মেলা,স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা,স্ব স্ব বিনোদন প্রতিষ্ঠানে উপজেলাধীন সকল সরকারি ও বেসরকারি বিনোদনমুলক স্থান ও প্রেক্ষাগৃহে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনী'র ব্যবস্থা,শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন ও চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ।
বলাবাহুল্য,শার্শা বাসীর জন্য আজ এই দিনটি অহংকার এবং গর্বের দিন। ১৯৭১ মালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে মৃত্যুবরণকারী বীরশ্রেষ্ঠ উপাধী নিয়ে অত্র উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামে চির নিদ্রায় শায়িত আছেন ৭ বীরশ্রেষ্ঠের একজন ল্যান্স নায়েক নুর মোহাম্মাদ শেখ।
ইতিহাস থেকে যতটুকু জানা যায়,ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ'কে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ছুটিপুর ক্যাম্পের গোয়ালহাটিতে স্থায়ী টহল দলের অধিনায়ক নির্বাচিত করা হয়, যেটি পাকিস্তান সেনাবাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল । ৫ সেপ্টেম্বর/১৯৭১ নুর মোহাম্মদ ৪ জন সহযোদ্ধা নিয়ে সেখানে টহল দিচ্ছিলেন। ক্যাম্পের পাশেই লুকিয়ে থাকা পাকিস্তানি সেনারা হঠাৎ তাদের উপর আক্রমন করে। নুর মোহাম্মাদ শেখ তার সাথের সহযোদ্ধাদের সেখান থেকে সরিয়ে দিয়ে নিজেই যুদ্ধ চালিয়ে যান। মৃত্যু'র ভয় উপেক্ষা করে
পিছু না হটে রাইফেলের গুলি শেষ না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যান। পরে তাকে পাকিস্তানি হানাদার বাহিনীরা বেয়নেট দিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তার সহযোদ্ধারা তার লাশ পার্শ্ববর্তী উপজেলা শার্শার কাশিপুরে নিয়ে যায় এবং সেখানে তার দাফন কার্য সমাপ্ত করা হয়।
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারী নড়াইল জেলায় জন্ম গ্রহণ করেন। ১৯৭১ সালের ৫ মেপ্টেম্বর তিনি শহীদ হন।
এদিকে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শার্শা এবং বেনাপোলের নেতৃত্বে থাকা শ্রদ্ধেয় শিক্ষক স্যার আব্দুল মান্নান, সহযোদ্ধা শিক্ষার্থীদের নিয়ে গতকাল রাত ১২:১ মিনিটে বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর বাজারস্থ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- গালিব,
পারভেজ,বনি,সাইদ,শিপু,আকাশ ও আব্দুল্লাহ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24