মো: নাজমুল হক ইমু :
নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার ১৫ মার্চ ২০২৫ (১৪ রোমজান) বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের মিরপুর কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে বলেন, দেশের নির্যাতিত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অগ্রযাত্রা। আমরা প্রতিবছর শীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি এবং রমজানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব থেকে অসহায় মানুষ সব সময় সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। আমরা প্রত্যাশা করি সাংবাদিকদের এই সংগঠনটি দেশের সকল ক্লান্তি লগ্নে পাশে থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন বর্তমানে সাংবাদিক নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে। এটা প্রতিরোধে সকল সংগঠনের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। তিনি আরো বলেন, সাংবাদিক সংগঠনগুলো সব সময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকে। আমরা দেখি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বিভিন্ন দুর্যোগ এবং বন্যায় মানুষের পাশে থাকা সংগঠন। আমরা প্রত্যাশা করি এই সংগঠনটি সবসময় মানুষের বিপদে আপদে পাশে থাকবে। এ সময় তিনি সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গেজেট প্রকাশের দাবী জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল খান,সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান,শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুন্নবী ফরাজী মুক্তার মোঃ জিন্নাতুল ইসলাম মুন্না বাবুল সহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।উল্লেখ্য, আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:মাহিদুল হাসান সরকার ও সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু প্রমুখ।
Leave a Reply