নাসের আবু খালেদ, কুয়েত প্রতিনিধি:
নিচের জায়গা গুলো কোথাকার জানেন? দেশের জাতীয় মসজিদ এর এমন দশায় অবাক হওয়ার মত। আপনি কি ভাবতে পারেন একটি দেশের জাতীয় মসজিদ অপরিষ্কার অযু করার স্থায় ভাঙ্গা টয়লেট এবং টাইলস গুলো কালো হয়ে গেছে এটা কি করে সম্ভব?
বাংলাদেশের জাতীয় মসজিদ - বায়তুল মোকাররমের টয়লেট এবং ওজুখানার স্থান!বেহাল অবস্থা নোংরা কালো হয়ে গেছে কে দায় নিবে?
এই অপরিষ্কার জায়গা থেকেই মুসুল্লিরা নিজেদেরকে পরিষ্কার এবং পবিত্র করতেছেন ! এমন অবস্থা টয়লেট এর পানি বাহিরে আসছে" আর অপবিত্র নোংরা পানি পায়ে সাথে লেগে যাচ্ছে কাপড়ে অপবিত্র হচ্ছে। এমন অবস্থা মুসলি কে নোংরা কাপড় নিয়ে সালাত আদায় করতে হয়। অনেক মুসল্লীর ক্ষোপ তাঁরা বলেন এমন একটি মসজিদ যেখানে বিদেশি অনেক পর্যটক আসে নামায আদায় করে তাঁরা যখন দেখেন বাংলাদেশের জাতীয় মসজিদ এর ওযুর স্থান ও টয়লেট এমন অবস্থা এতে মান ক্ষুণ্ন হচ্ছে।
আমরা যদি মধ্য পাচ্য সহ ইউরোপ, এশিয়া, জাতীয় মসজিদ গুলোর দিকে ফিরে দেখি তাদের জাতীয় মসজিদ গুলো কত সুন্দর তাদের সরকার এবং জনগণ মসজিদের সংষ্কার করেন আধুনিক ভাবে আর আমাদের দেশে উল্টো।
আমার মনেহয় বাংলাদেশের সবচেয়ে খারাব টয়লেট অজুখানা ব্যবস্থা আর কোন দেশের জাতীয় মসজিদ এর বেহাল অবস্থা থাকলেই এইটাই আছে বাংলাদেশের মধ্যে।
মসজিদ কমিটিও বদলাতে জোড়ালো দাবী উঠেছে তা করতে হবে। আর নতুন কমিটি গঠন করে যাদের দায়িত্বই দিবে তারা হচ্ছে মসজিদ ব্যবস্থাপনা করা সঠিক লোক । আল্লাহ আমাদের তৌফিক দিন।
সবাই এই নিউজটি শেয়ার করুন এর মাধ্যমে সবার নজরে আসবে ইন'শা'আল্লাহ
এবং আমরা জোড়ালো দাবী জানাই অতিদূত বায়তুল মোকাররাম মসজিদ এর ওযুর স্থান এবং টয়লেট গুলো সংষ্কার করা হোক।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24