সজীব আহমেদ,
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে আজ ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি স্থানীয় নেতাকর্মীদের উদ্দীপনায় মুখরিত ছিল। উপস্থিত জনসাধারণ এবং নেতৃবৃন্দের অংশগ্রহণে ভায়াডাঙ্গার প্রধান সড়কগুলো বর্ণিল সাজে সেজেছিল। বিজয়ের উদ্দীপনা ছড়িয়ে দিতে এই র্যালিটি শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাকিল আহমেদ। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উচ্ছ্বাসের সঙ্গে এই আয়োজনকে সফল করে তোলেন।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিজয়ের এই র্যালি শুধুমাত্র দলের নয়, বরং স্থানীয় জনগণের উৎসবেও রূপ নিয়েছিল।বিজয় দিবসের এই আয়োজন ভায়াডাঙ্গার জনগণের মধ্যে দেশপ্রেমের নতুন জাগরণ সৃষ্টি করেছে বলে মনে করেন আয়োজকরা।
Leave a Reply