মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে খতমে কোরআন, ও দোয়া মাহফিল বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।
১৬ ডিসেম্বর সোমবার সকাল দশ ঘটিকা হতে রাঙামাটি লংগদু ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ফিল সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক, উপস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষকবৃন্দরা।
এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন, আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম বিজয় দিবস। এই দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মত্যাগের কথা, যাদের ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়েছিল।
Leave a Reply