সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা
মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সার্বিক সহযোগিতায় এবং ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে ১৬মার্চ (রোববার) মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন মাষ্টার কামাল স্মৃতি সংসদের সাবেক সভাপতি ও সভাপতি মন্ডলির সদস্য মাস্টার আবদুর রহমান ভূইয়া রিপন,সহ সভাপতি মাস্টার মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,কালাপানিয়া যুবদলের আহবায়ক মনির উদ্দিন, মাকসৃ সদস্য মাস্টার হাবিবুর রহমান,ডাক্তার নাছির উদ্দিন,শাহাদাত হোসেন, মো: শাজাহান সহ স্থানীয় জনসাধারণ।
উদ্যোক্তারা আশা করছেন, এই ক্যাম্পের মাধ্যমে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সেবা পাবেন, যা তাদের দৃষ্টিশক্তির সুস্থতায় সহায়তা করবে।
উল্লেখ্য, এই ধরনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও সেবা কার্যক্রম মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ আগেও পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply