মো. জাকির হোসেন , মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলের দিকে সদরের বাইপাস সংলগ্ন বংশাই ডিজিটাল হাসপাতালের উত্তর পার্শ্বে একটি অফিস কক্ষে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় আহবায়ক গণঅধিকার পরিষদ, মির্জাপুর উপজেলার মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. তোফাজ্জল হোসেন সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা: মো. জহিরুল ইসলাম সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি: কেন্দ্র, জেলা, উপজেলা গণঅধিকার পরিষদ সমূহসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশকে ভারতের একটি অঘোষিত রাজ্যে পরিণত করে রেখেছিলো, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী এই সময়ে বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় করে চলবে না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে কোনো আগ্রাসন, সীমান্ত হত্যা, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
তোফাজ্জল হোসেন আরো বলেন, গণঅধিকার পরিষদ সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে। কারো উপর কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।
সঞ্চালনায় ছিলেন, মো. সোহেল তাজ সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, মির্জাপুর, টাঙ্গাইল
আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ এর সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান, বাবলু ফকির, এনামুল খান; টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত খান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ খান, টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল হাসান ছানভীর, মির্জাপুর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহাগ দেওয়ান প্রমুখ।
Leave a Reply