স্টাফ রিপোর্টার – সজীব আহমেদঃ
তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রায় এই স্লোগানকে সামনে রেখে রক্তদান সংগঠন ঝিনাইগাতী শেরপুরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠিত হয়েছে।
১৫ই ফেব্রুয়ারী (শনিবার) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যায়ে সকাল ০৯ ঘটিকা হতে বিকেল ২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রক্তদান সংগঠন ঝিনাইগাতী’র সভাপতি মোঃ শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল আলম রাসেল (উপজেলা নির্বাহী কর্মকর্তা)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান (বিএনপি’র যুগ্ম আহবায়ক)। প্রভাষক জাহাঙ্গীর আলম উজ্জ্বল, প্রধান শিক্ষক জনাব সৈয়দ আলি খান, সহকারী শিক্ষক জনাব রুস্তম আলি, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও ”রক্তদান সংগঠন ঝিনাইগাতী পরিচালনা পরিষদের সভাপতি জনাব সজীব আহমেদ”সহ আরো অনেকেই।
রক্তদান সংগঠন ঝিনাইগাতীর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে অসহায়দের মাঝে চাল ও গাছের চারা বিতরন, বৃক্ষ রোপন, অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ, উক্ত সংগঠনের সেরা দায়িত্বশীল, সেরা ডোনার ম্যানেজকারীদের মাঝে স্মারক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাসেল বলেন, উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মানুষের পাশে দাড়িয়েছি। তাদের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আরো বলেন মানুষের রক্তের প্রয়োজনে এমন সংগঠন মানুষের পাশে দাড়ায়। রক্তদান সংগঠন ঝিনাইগাতি সংগঠনের প্রসংশা ও পরবর্তী সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, রক্তদান সংগঠন ঝিনাইগাতি শেরপুর জেলার একটি সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানবিক কাজ করে আসছে।
Leave a Reply