রেজওয়ান বাদশা – দিনাজপুর নবাবগঞ্জ প্রতিনিধি:
‘অপারেশন ডেভিল হান্ট’ বিশেষ অভিযানে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আওয়ামী যুবলীগ নেতা মোঃ আবু তাহের বকুল ও ছাত্রলীগের নেতা খাইরুল ইসলাম নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আঃ মতিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা মোঃ খাইরুল ইসলাম ও যুবলীগ নেতা মোঃ আবু তাহের বকুল সহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি আঃ মতিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলমান থাকবে।
Leave a Reply