মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক জনমত জরিপ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল থেকে দিনব্যাপী শহরের পাঁচুরমোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, ফিরোজ আলমগীর, মো. গোলাম কবীর ও ওমর আলী বাবু। এছাড়াও পাঁচবিবি উপজেলা সংগঠক তাজরুল ইসলাম, মোরছালিন, কালাই উপজেলা সংগঠক রাশেদুজ্জামান আল হাসান, আক্কেলপুর উপজেলা সংগঠক শিহাবুল ইসলাম জয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংগঠকরা জানান, নতুন রাজনৈতিক কাঠামোর বিষয়ে জনগণ কী চায়, সেটি বোঝার জন্য এই জনমত জরিপ পরিচালনা করা হচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে জনমত সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গুগল ফর্ম, হোয়াটসঅ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে, আর যাদের ইন্টারনেট সুবিধা নেই, তারা সরাসরি ফর্ম পূরণ করতে পারছেন।সংগঠকরা আরও বলেন, আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আমরা সারাদেশে জনমত সংগ্রহের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। জয়পুরহাটের জনগণের মতামত ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply