সোহাগ কাজী, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মোঃ সুজন সরদার (৩২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন থানা পুলিশ। নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার এনায়েতনগর এলাকার খালেকেরহাট বাজারে প্রতিপক্ষের বোমা হামলায় আহত হয় সুজন সরদার। পরে আহত ওই যুবককে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আহত সুজন মারা গেছেন। তবে ইতিমধ্যে থানা পুলিশের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগীতায় ওই এলাকা থেকে অভিযান চালিয়ে বেশ কিছু দেশে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24