ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ই ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ঝালকাঠি জেলার জেলা ম্যানেজার বাবু অক্ষয় সরকারের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলার সুযোগ্য ও জনবান্ধন উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম।
সভাপতি মহোদয় গ্রাম আদালত সক্রিয়করণে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে গ্রাম আদালতের আইনের ধারা ও বিধি সম্পর্কে অবগত করেন।
সভায় কাঠালিয়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ইউপি প্রশাসনিক কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।
আলোচ্য সূচী অনুযায়ী প্রকল্পের কাঠালিয়া উপজেলার উপজেলা সমন্বয়কারী এস, এম, ওমর ফারুক গ্রাম আদালতের নথি ব্যবস্থাপনা এবং অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।
পরিশেষে সভার সভাপতি মহোদয় সকলকে গ্রাম আদালত সক্রিয়করণে যার যার দায়িত্ব ও কর্তব্য পালন করার নির্দেশনা সহ সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply