ওবাইদুল হক - স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার কর্মচারী চম্পক দত্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি/পেইজ এ অপপ্রচারের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, "চকরিয়ার মুখোশ", "Chakarian: SSC 1971 to Infinity", "কক্স অনলাইন বার্তা", নামক ফেইসবুক আইডি/পেইজ থেকে গত ১৫/০২/২০২৫ ইং তারিখ চম্পক দত্তের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালিয়ে চালানো হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী চম্পক দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, " আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আমার কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু কিছু লোক আমাকে জনস্মুখে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিকার প্রাপ্তির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। "
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী চম্পক দত্ত চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন যার জিডি নং- ৭৪৫।
প্রসঙ্গত, চম্পক দত্ত কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া গ্রামের সচিন্দ্র লাল দত্তের ছেলে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24