সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামে দু"পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে
জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।সিরাজগঞ্জ-জাউয়াবাজার সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মহদী পয়েন্টে গহরপুর গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র গুলাইছ মিয়া ও একই গ্রামের তাজ উদ্দিনের পুত্র সালেক মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গুলাইছ মিয়াকে মারপিট করে আহত করেছে সালেক মিয়া। দু'জনের বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় লোকজন সমাধান করে দেন। এ ঘটনার জেরে কিছুক্ষণ পর সিরাজগঞ্জ-জাউয়াবাজার
সড়কে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত জাহাঙ্গীর আলম (২৭) সহ তিনজন কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়নাল আবেদীন, তোফায়েল আহমদ, বদরুল আলম, গৌছ উদ্দিন, মিনহাজুল ইসলাম সাইফুল, সিরাজুল ইসলাম, ইমন মিয়া, মোজাক্কির আলম সহ আহতদের কৈতক হাসপাতালে
ও স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24