সোহাগ কাজী ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আজ ১৭/৪/২০২৫ তারিখ ১০.৩০ সময়ে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে স্হানীয় সাধারন জনগণের মাঝে গ্রাম আদালতের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করেন মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।উপজেলা কো-অর্ডিনেটর বলেন অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে–
আপনারা নিশ্চয় অবগত আছেন যে গ্রাম আদালত আইন,২০০৬ অনুয়ায়ী স্হানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত গঠিত হয়। আপনাদের ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক ৩,০০,০০০/-(তিনলক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে।উক্ত আউটরিচ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বালিগ্রাম ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের মেম্বার
সহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা কো-অর্ডিনেটর আরও বলেন আপনারা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে ছোট ছোট বিরোধ গুলো নিস্পত্তি করবেন।তিনি আরও বলেন ফৌজদারী মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে অন্য কোন টাকা লাগেনা। তাই আমরা থানা বা আদালত মুখী না হয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় করবো ইনশাআল্লাহ।
Leave a Reply