কে.এম.ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ
দিনের পর দিন পরিষদে গিয়ে নাগরিক সেবা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলা মগড় ইউনিয়ন পরিষদের সেবা বঞ্চিতরা। সরকার পতনের পরে পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেলেও আওয়ামী লীগের রেখে যাওয়া দোষর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ও সচিবসহ অন্যান্য কর্মচারীরা পরিকল্পিত ভাবে ভোগান্তিতে রেখেছে ইউনিয়বাসিকে। এমনি কি মহান বিজয় দিবসও পালন করেনি তারা। চরম অনিয়ম ও দুর্নিতীগ্রস্থ এসব কর্মকর্তা কর্মচারীদের অপসারন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের সামনের নাগরিক সেবা বঞ্চিত সর্বস্তরের জনগনের এ আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, মোঃ রাসেল খান,সেলিম আহম্মেদ,মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যরা।
এসময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ জামাল মল্লিক ও সচিব মোঃ রাসেল ইউনিয়ন পরিষদে বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি নৈরাজ্য করে করে আসছেন। উদ্দেশ্যমুলক ভাবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকাও উত্তোলন করেনি। সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে থেকে কোন নাগরিক সেবা পাচ্ছেনা। তাই দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব কে দ্রুত অপসারন দাবি করেন অন্যথায় কঠোর কর্মসূচির হুসিয়ারী দেন তারা।
Leave a Reply