মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতীল গ্রামে অবৈধভাবে চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। বিভিন্ন গজারি ও ফল গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে জনজীবন। সরেজমিনে দেখা গেছে, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৭নং ওয়ার্ড গায়রাবেতীল গ্রামে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অবৈধ কয়লা তৈরির বিশেষ ৪টি চুল্লি। মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন শত শত মণ কাঠ পোড়ানো হচ্ছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব কয়লা কারখানার পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। জনবসতির কাছাকাছি এসব কারখানা স্থাপন করা হয়েছে। স্থানীয়রা বলেন, অবৈধ কয়লা চুল্লির ধোঁয়া খুব মারাত্মক। এর ফলে জনজীবন বিপন্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এটা তৈরির সময় নিষেধ করা হয়েছিলো তবে মোশারফ বয়াতি কোনো জবাব দেন না। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতীল গ্রামের মোশারফ হোসেন (বয়াতি) প্রমুখ অবৈধ কয়লা তৈরির চুল্লি নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে মোশারফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
এব্যাপারে মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান বলেন, এই বিষয়টি আমি ইতিমধ্যে অবগত হয়েছি। খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply