মোঃ রানা ইসলাম – ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীলনকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক ঘোষিত ৬ দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক শিল্পনগরী এলাকায় গিয়ে অবস্থান নেয়। এরপর তারা ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক অবরোধ করে। ফলে সদর উপজেলার সঙ্গে জেলার চার উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না আসা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর আয়োজনে এ কর্মসূচি পালন করছে তারা।
Leave a Reply