সজীব আহমেদ, ক্যাম্পাস প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নে অবস্থিত কারী উমেদ খাঁ দারুল মাদ্রাসা ও রাশিদা খানম ফার্স্ট লেডি মহিলা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত ও শরীয়াহ সম্মত বিনোদন আয়োজন সম্পন্ন।
আজ ১৬ ডিসেম্বর ২০২৪ ইং সোমবার সকাল বাদ ফজর জুলাই বিপ্লবে নিহত এবং ৭১ সনে শহীদ হওয়াদের সরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে দিন ব্যাপী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে মাদ্রাসা মাঠে শরীয়াহ সম্মত বিনোদন মুলূক খেলাধুলার আয়োজন করা হয়। মাষ্টার জামিল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হামিদুর রহমান, খতিব মাষ্টার বাড়ি জামে মসজিদ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জুনাইদ আহমেদ, শিক্ষা সচিব, কারী উমেদ খাঁ দারুল উলূম মাদ্রাসা।
মুফতি ইকবাল হোসেন বলেন নিউজ বাংলা ২৪ কে জানান “আমরা ৫ আগষ্টে নিহত ও ১৯৭১ সালে শহীদ ব্যক্তিবর্গদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করেছি এবং ছাত্র ছাত্রীদের জন্য শরীয়াহ সম্মত বিনোদনের ব্যবস্থা করেছি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজ হারুন অর রশিদ, হাফেজ মুহাম্মদ উল্লাহ, হাফেজ ইয়াসিন আরাফাত, মাওলানা শহিদুল্লাহ, জনাব হিরা মিয়া ও জনাব কামাল মিয়া।
Leave a Reply