মো: ইস্রাফিল হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সকল শহীদের স্মরণে সহযোগী সদস্য সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) জোহরবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকুরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ঢাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকুরিয়া ইউনিয়ন শাখায় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. গাজী এনামুল হক, থানা আমীর মাও. লিয়াকত আলী, নায়েবে আমীর মাও.মহিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের ঢাকুরিয়া ও হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
Leave a Reply