আবু ইউসুফ সোহাগ, বিশেষ প্রতিনিধিঃ
মানবতার টানে,ভয় নেই রক্তদানে। এই স্লোগানকে সামনে রেখে বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত কিশোরগঞ্জ এর ৬ষ্ঠ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মাথিয়া ইউনিয়নের আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মাঝে, মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল ১০ টা থেকে আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত এর সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক এর পরিচালনায় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এডমিন জনাব ইয়াহইয়া মাহমুদ, তিনি বলেন “রক্তদানের কার্যক্রমকে গ্রামিণ পর্যায়ে পৌছে দিতে আমাদের এই আয়োজন। এতে মোট ২৭০ + লোকের রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়।
উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত পরিবারের এডমিন জনাব জাকারিয়া সাদি,জনাব এ আর রবিন , জনাবা হিমু আক্তার, জনাবা সুরাইয়া সুরা, মডারেটর জনাব ইরফান মিয়া, জনাব আবু উবাইদা, জনাব জিহাদুল ইসলাম মিয়াদ, জনাব তামিম ইকবাল,জনাব তুর্কি সুলতান , জনাবা সনিয়া হোসাইন ঝুমা এবং জনাবা পাপিয়া সুলতানা।
Leave a Reply