মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু রাঙামাটি প্রতিনিধি :
পার্বত্য রাঙামাটি লংগদু উপজেলায় নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস উৎযাপন করেছে উপজেলা বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে বিজয় র্যালীর মাধ্যমে উপজেলার প্রধান প্রধান সড়কে শো-ডাউন করে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠন।
দিবসটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালী করে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরাও বিজয় র্যালীতে অংশগ্রহণ করেন।
উৎসবমূখর পরিবেশে বিজয় র্যালী চলাকালীন সময় নানান স্লোগানে মেতে উঠেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিজয় র্যালিটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়।
Leave a Reply