মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি,
১৬ নবেম্বর বিকাল ৩ টায়, কুমিল্লা লালমাই উপজেলা বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে, বাগমারা দক্ষিণ ও উত্তর ইউনিয়ন শাখা কতৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা আয়োজন করেন ,,
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা জনাব মনিরুল হক চৌধুরী বলেন,
ঢাক চট্টগ্রাম হাইওয়ে’কে ৮ লেনে উন্নিত করতে হবে, ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন স্থাপন, কুমিল্লা ৯ নির্বাচনি এলাকা পুনঃ বহাল করন এবং বাগমারা ভুচ্ছি এলাকায় দুটি পৌরসভা করা এবং লাঙ্গলকোট’কে হাইওয়ের সাথে সংযোগ করা সহ ১১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে দক্ষিণ কুমিল্লার অবহেলিত জনপকে উন্নয়নের দাবিতে ৫ ই জানুয়ারি চল চল কুমিল্লা চল নামে, লংমার্চ এর ডাক দেন,,
নেতা কর্মি দের হুশিয়ার করে বলেন,আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় না আসলে বেশ এক মহাসংকটে পরবে,অতএব নিজেদের মধ্যে সকল
বিবেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে,নিজেদের মধ্যে সংঘাত মারামারি করলে কঠিন ব্যাবস্থা নেয়া হবে,
তারুণ্যের অহংকার, জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে’ র ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে,,
Leave a Reply