নিজস্ব প্রতিবেদক :
আমাদের প্রবাস জীবন আকর্ষণীয় হলেও এর পিজনে অনেক ইতিহাস থাকে।কেউ হয়তো কর্ম জীবনে কিছু সময়ের জন্য প্রবাসী হন,কেউ আবার সারা জীবন কাটাতে এই দুর প্রবাসে থেকে যায় পরিবার কে সুখে রাখার জন্য। এই প্রবাস জীবন কারো জীবনে সুখের হয় কারো জীবনে দু:খের হয়। দেশের মানুষ বিদেশ যায় নিজের পরিবার আত্মীয় স্বজন মা,বাবা,ছেলে,মেয়ে, বউ সবাই কে সুখে রাখার জন্য সবাই কে ছেড়ে বিদেশ চলে যান।নিজের কষ্ট কে ভুলে পরিবার কে সুখে রাখে।দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সব চেয়ে প্রবাসীদের ভুমিকা কম নয়,আমরা প্রবাসী কর্মজীবিরা মা- বাবা,ভাই- বোন, স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্যই রাত দিন পরিশ্রম করে।
প্রবাস জীবন : দেশ থেকে যারা বিদেশ যায় তাকে আমরা তাকে প্রবাসী বলি।কেননা আপন জায়গা ফেলে একটু ভালো থাকার জন্য পরবাসে চলে যায়। কেন যান আমরা কি কখনো একবার জিজ্ঞেস করি তাকে। আমাদের দেশে কি কর্মসংস্থানের অভাব বলে, বিদেশের মত সুযোগ – সুবিধা নেই বলে, বেতন কম বলে ইত্যাদি কারনে। এই সমস্যা গুলো থাকতো না। যুদি আমাদের দেশে মানুষের জন্য সুষ্ঠু কর্মসংস্থানের বৃদ্ধি করতে পারতাম। এ নিয়ে আসলে আমাদের একার পক্ষে কাজ করা সম্ভব না কাজ করতে হবে দেশের সরকারের।
Leave a Reply