নাজমুল হক ইমু :
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে চলমান অভিযানের অংশ হিসেবে আজ তিতাসের জোবিঅ-সাভারের আওতাধীন বংগবন্ধু রোড, গৌরীপুর, টংগাবাড়ী, রাজু মার্কেট, আশুলিয়া, সাভার এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সার্বিক সহযোগিতা প্রদান করে তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সাভারের তিনটি স্পটের চারটি পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদ, মালামাল জব্দ ও জরিমানা করা হয়।
অভিযানে টংগাবাড়ি, আশুলিয়ার ওরিয়েন্টাল ওয়াশিং নামক প্রতিষ্ঠানের ০১টি বয়লার ও ৬টি ড্রায়ারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ১০০ ফুট ১" সার্ভিস পাইপ সোর্স পয়েন্ট হতে ৩য় বারের মতো বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে।
টংগাবাড়ি, আশুলিয়ার স্পার্টান ফ্যাশন লিমিটেড নামক প্রতিষ্ঠানের ০১টি বয়লারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ২০০ ফুট ২" সার্ভিস পাইপ সোর্স পয়েন্ট হতে ২য় বারের মতো বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। একই স্থানে একটি নামবিহীন প্রতিষ্ঠানের ০২টি স্টার বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ১৫ ফুট ১" সার্ভিস পাইপ সোর্স পয়েন্ট হতে বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে।
রাজু মার্কেট, গৌরীপুর, আশুলিয়ার আলসুদাইস হোটেলের ০৪টি স্টার বার্নার ও ০২টি বার বার্নার (গ্রিল) এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ১০ ফুট ১" সার্ভিস পাইপ সোর্স পয়েন্ট হতে বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে।
উল্লেখ্য, স্পার্টান ফ্যাশন লিমিটেডকে অবৈধ শিল্প সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২,০০,০০০ (দুই লক্ষ টাকা) অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে ০২টি অবৈধ শিল্প সংযোগ ও ০২টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৬০০ ফুট অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। এতে মাসে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24