আবু ইউসুফ সোহাগ- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে সৌদিতে ক্যাম্প করে দেশের বিমানে না চড়ে উড়ে গেলেন ইতালিতে। আজ ১৮ মার্চ ২৫ইং মঙ্গলবার, সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও, তাদের সঙ্গে ছিলেন না ফাহমিদুল ইসলাম। দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন,”ফাহমিদুলকে বাদ দেওয়া কোচের সিদ্ধান্তে। কোচ তাকে লেফট উইং, লেফট উইং ব্যাক ছাড়াও বিভিন্ন পজিশনে খেলিয়েছে কিন্তু আমরা যা আশা করেছি তা দেখতে পাইনি। তার মধ্যে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তাকে নিয়ে আমাদের অন্য পরিকল্পনা আছে। তাই সে (ফাহমিদুল) ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না
গত ১০ মার্চ সৌদি ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ফাহমিদকে। ইতালিতে বেড়ে ওঠা এই ফুটবলার বর্তমানে খেলছেন দেশটির চতুর্থ স্তরের ক্লাব, ওলবিয়া কালসিওতে। সৌদিতে ক্যাম্প চলাকালীন একটি প্রস্তুতি ম্যাচ খেলে, স্হানীয় একটি ক্লাবের বিপক্ষে, সেখানে বাংলাদেশ ১২-০ গোলে জয় পায় বাংলাদেশ। এবং প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করেন তরুন এই ফুটবলার। সাবেক কিংবদন্তি গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য সামাজিক মাধ্যমে বলেন, “আমি হতাশ হয়েছি ফাহামেদুল বাদ পড়ায়। ইতালিয়ান ফুটবলে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচ এ হ্যাটট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভবনা আছে তাকে ফাইনাল স্কোয়ার্ড এ রাখলে ভালো করতো আমার বিশ্বাস। এই মুহূর্তে ফাহামেদুল কে বাদ দেওয়াতে ভবিষ্যতে ফাহামেদুল লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়।
Leave a Reply