বিনোদন ডেস্ক:
কলকাতায় অভিষেক হলো ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির। মুক্তি পেল তার প্রথম কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’। দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে লাবণ্য চরিত্রে। পরীমনি ছাড়া এতে আরও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। ভিসা জটিলতার কারণে সিনেমার প্রচারে কলকাতায় যেতে পারেননি পরীমনি। এর নিয়ে অভিনেত্রীর আক্ষেপও রয়েছে। পরীমনির ভাষ্য, আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ রিলিজ হয়েছে! আমার কাছে অন্যরকম স্পেশাল। কারণ এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা হলো না! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। যেতে না পারার কারণে।
এরপর আক্ষেপের সুরে তিনি বললেন, ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। কলকাতার দর্শকদের ভালোবাসা জানিয়ে তাদের উদ্দেশে বললেন, ‘আমি যেতে পারিনি, কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।থ্রিলার ঘরানার এ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। তার চরিত্রটি সাধারণ এক বাঙালি ছেলের, যে খেতে আর রহস্যের সমাধান করতে খুব ভালোবাসে। আর সেই রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি। নিজের চরিত্র প্রসঙ্গে পরী বলেন, লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি, সেটি দর্শক বলবেন। এই সিনেমার চরিত্র শোনার পর আমি কিছুতেই না বলতে পারিনি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24