জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
জগন্নাথপুরের মোবাইল মার্কেটে তিনটি দোকানেে দিনের আলোয় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ অর্থ ও মোবাইল এক কথায় অর্ধকোটি টাকা নিয়ে গেছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ আবু তাহের কমপ্লেক্স এন্ড মোবাইল মার্কেটের ব্যবসায়ীরা প্রতিদিনের মতো ব্যবসা-বানিজ্য শেষে গতকাল ১৭ ই ফেব্রুয়ারী রোজ সোমবার দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে চলে যান। ১৮ ই ফেব্রুয়ারী মঙ্গলবার ব্যবসায়ীরা মার্কেটে এসে দেখতে পান রাফি টেলিকমের দুটি দোকান ও এসএ টেলিকমের তালা ভেঙে মোট তিনটি দোকান থেকে ডাকাতেরা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের নতুন পুরাতন ১শত ৬৮ টি মোবাইল নিয়ে গেছে। সব মিলিয়ে অর্ধকোটি টাকা নিয়ে গেছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এর তথ্য চিত্রে দেখা গেছে ৫ জন ডাকাত মূখে মাক্স ও কালো চাদর জড়িয়ে ১৮ ই ফেব্রুয়ারী সকাল সাড়ে আট ঘটিকার দিকে এই ডাকাতি করেছে।
এ বিষয়ে রাফি টেলিকমের মালিক শেখ কামরান বলেন, ডাকাতেরা নতুন-পুরাতন প্রায় ১৫০ টি নগদঅর্থসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এবং এসএ টেলিকমের মালিক সুহেল মিয়া বলেন, কোম্পানিকে দেওয়ার জন্য তিন লাখ টাকা ক্যাশ ছিল। নগদ টাকা সহ নতুন ১৮ মোবাইল নিয়ে গেছে। এ বিষয়ে মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রূপ মিয়া বলেন, চুরি হওয়া স্মার্টফোন গুলোর মূল্য পনের হাজার থেকে লাখ টাকা। নগদ অর্থ ও মোবাইল সহ সব মিলিয়ে তিন দোকানের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা করা হবে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম চলছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন চলছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24