স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ১৬ নভেম্বর ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি মোতাবেক শনিবার বিকাল ৪:০০ টায় আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার ধারাবাহিক আয়োজন ‘পাঠচক্র’-এর ৩৫তম পর্ব চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিক এলাকার জি ব্লক সংলগ্ন শাখার সদস্য আবরার হোসেনের বাসভবনে তাজকিয়ার মহানগর শাখার সহ-সভাপতি জিয়াউল করিম রোহানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এবারের পাঠচক্রের বিষয় ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা।
উপস্থিত ছিলেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সানজিম সরোয়ার রাকিব, অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসান, আইটি সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ, সদস্য জিসান,বদিউল হক সাকিব, ইশরাকুর রহমান মিনহাজ, জাহিদুল ইসলাম,মোঃ আবরার হোসেন, মোঃ নুর নবী,ইকবাল হোসেন, আজিমুশশান আবির, আহমেদ কামার উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, রাফিউল আহমেদ তোহা, মুহাম্মদ জয়নুদ্দীন, মোহাম্মদ আব্দুল্লাহ, হারুনুর রশিদ অয়ন, মোঃ টিপু সুলতানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঠচক্রের নির্ধারিত বিষয়ের সারগর্ভ উন্মুক্ত আলোচনার মাধ্যমে পাঠচক্র সমাপ্ত হয়।
এরই সাথে শাখার নতুন সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে তাজকিয়ার ভিশন-মিশন উপস্থাপন ও মটো,পরবর্তী ত্রৈমাসিক পরিকল্পনা উপস্থাপন, সদস্যদের সক্রিয় করা ও শাখার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা প্রসঙ্গে আলোচনা করা হয়।
পরবর্তীতে সকলে মিলে আইয়্যামে বীজের রোযার ইফতার মাহফিল সম্পন্ন করেন।
তদুপরি মিলাদ কিয়াম সম্পন্নের মাধ্যমে শাখার কার্যকরী সদস্য সাইফুদ্দিন আহমেদ সোয়াদ ও তার সহযোগীদের পরিবেশনায় মাইজভাণ্ডারী কালামের আসর অনুষ্ঠিত হয় ও আখেরী মুনাজাতের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।
Leave a Reply