মো. রনি,ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২নং বানিয়াজান ইউনিয়নে ১৭ নভেম্বর রবিবার বিকেলে ধনবাড়ী উপজেলার রুপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে । বানিয়াজান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জননেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন বানিয়াজান ইউনিয়নের সভাপতি মোঃ শফিকুল ইসলাম চাঁন । বানিয়াজান ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন এবং মধুপুর পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি ।
এসময় আরো উপস্থিত ছিলেন ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, আরো উপস্থিত ছিলেন ৩ বারের সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ মো. খাইরুল ইসলাম( মুন্সি) ধনবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লেবু সহ যুবদল ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন,’ এই বানিয়াজান ইউনিয়ন আমার হাতে গড়া । তাই বানিয়াজান ইউনিয়ন বাসীর নিকট আমার একটাই চাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জনগণের সেবা করার সুযোগ দিতে হবে । গত ১৫ বছর আমরা আপনাদের কাছে আসার সুযোগ পাই নাই , তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাদের আপনাদের কাছে আসার এবং সেবা করার সুযোগ করে দিন ।
ধনবাড়ী উপজেলা যেহেতু আমার আপনার নেত্রী বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন তাই এবার কিন্তু সুযোগ এসেছে ভোটের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করার । জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ সৃষ্টি করতে হবে । আমার নেতাকর্মীরা কোথাও কোন অন্যায়, কোন চাঁদাবাজি সংগঠিত, হতে দিবে না । জনগণের ভালোবাসা অর্জন করতে সবাই চেষ্টা করবে ।
আমার নেতা তারেক রহমান আগামীতে পারিবারিক কার্ডের মাধ্যমে সমাজের অসহায় মহিলাদের পাশে দাঁড়াবেন । এই কার্ড শুধুমাত্র মহিলাদের জন্য হবে ‘ । পরিশেষে তিনি শহীদ সাজিদ এবং সরকার শহীদ এর রুহের মাগফিরাত কামনা করেন । জনসভায় সকল স্তরের মানুষের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন পরিপূর্ণ হয়ে যায় ।
Leave a Reply