প্রসেনজিৎ চন্দ্র শর্মা:
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণকারীর দ্রুত ফাঁসির দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলাদল।মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সকাল ১১ হতে ১২টা পর্যন্ত দিনাজপুর জেলা কার্যালয়ে সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, নাজমা মসির, বিএনপি নেতা রুয়েটের সাবেক ভিপি নুর ইসলাম তুষার, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা ডিউটি, কোতয়ালি মহিলাদলের সভাপতি সায়েকা বেগম, পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক স্বপ্না বেগম প্রমূখ।
মানববন্ধন থেকে মাগুরার শিশু ধর্ষণকারীসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণকারীর দ্রুত ফাঁসির দাবি জানান বক্তারা। বিশেষ করে মাগুরার শিশু আছিয়ার ধর্ষনকারীকে দ্রুত ফাঁসি দেওয়ার দাবি জানানো হয়।
Leave a Reply