সাইদুর রহমান (রুবেল মোল্লা),ধামরাই (ঢাকা)প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় হেলপারসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন। রোববার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা যায়নি। নিহত কাঞ্চন (২৬) জামালপুর, অপরজনের নাম মোঃ আশরাফুল ইসলাম (২৫),বাড়ি- নেত্রকোনা বলে জানা গেছে। তারা দুইজনই ট্রাকের কাজ করতেন বলে জানাগেছে। হাইওয়ে পুলিশ জানান, ধামরাই কালামপুর এলাকা থেকে একটি ট্রাক ইট নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ঢুলিভিটা এলাকায় পৌছালে ট্রাকটি খারাপ হয়। এই সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাকটি সাইড করে মেরামতের কাজ করতে ছিলেন। এই সময় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী একটি বড় ট্রাক মেরামতকারী ট্রাকের পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়। এতে ট্রাকের পাশে থাকা প্রায় ৫জন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে য়ায়। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে। ড্রাইভারকে আটক যায়নি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24