মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা- জাককানইবি প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এবার আলোর মুখ দেখলো নতুন কলাভবন,যার উদ্বোধনেকার্যের মাধ্যমে শুভেচ্ছার আভাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৭ মার্চ) দুপুরে নবনির্মিত এই ভবনটির উদ্বোধন করা হয়,যার শুভ উদ্বোধন করেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
এসময় উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "ভবনটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গার সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। কলা ভবনটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা বাড়বে এবং একাডেমিক কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।"
নতুন এই ভবনটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, দোলন-চাঁপা হলের প্রভোস্ট লাইলী আক্তার, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে মো. আনোয়ার হোসেন দ্বারা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও সমৃদ্ধি কামনার প্রয়াসে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটির ইতি টানা হয়।
উল্লেখ্য,দশতলা সমৃদ্ধ এই শিক্ষা ভবনটি বিশ্ববিদ্যালয়ের খুবই নিরিবিলি ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকায় ঘাঁটি গেড়ে আছে।যদিও জন্মলগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ে কলা ভবন ছিল (পুরাতন কলাভবন ),তবে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে নতুন ভবনটির প্রয়োজনীতার তাগিদ অনুভব ও বাস্তবায়ন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । নবনির্মিত এই ভবনটির প্রতিটি ফ্লোরে আছে পাঁচটি করে ক্লাসরুমসহ সকল ধরনের সুবিধা।ভবনটির কাজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সম্পন্ন করা হয়।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর শিক্ষার্থীরা পেতে চলেছে নতুন শিক্ষাভবন।ক্যাম্পাস জুড়ে তাই খুশির আমেজ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24