মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধিঃ
এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খান শাকিলের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামী মোঃ মামুন খান (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৬ তারিখ ) সোমবার রাত ১টার দিকে উপজেলার গবিন্দপুর গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মামুন খান ওই গ্রামের মৃত হাতেম খানের পুত্র।
এরআগে গত ৭ আগষ্ট রাত ৮টার দিকে নাচনমহল ইউনিয়নের গবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারিদের নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক শাকিলের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে ওই ঘটনায় ১৯ আগষ্ট ঝালকাঠির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। শুনানী শেষে বিজ্ঞ আদালত নলছিটি থানায় এজাহার গ্রহনের নির্দেশ প্রদান করেন। গত ২৪ আগষ্ট নলছিটি থানায় এজাহার গ্রহণের পর আসামীরা পলাতক ছিল। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামী মামুন খানের উপস্থিতি টের পেয়ে নলছিটি থানার উপ-পরির্দশক শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় গবিন্দপুর গ্রামে তার বসতঘর থেকে আসামী মামুন খানকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুরাদ আলী বলেন, গ্রেফতারকৃত মামুন খানকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24