মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা- জাককানইবি প্রতিনিধিঃ
অবশেষে পরিবর্তন করা হলো নজরুল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীলীগ চিহ্নিত সকল স্থাপনার নাম,করা হলো নজরুল স্মরণে পুনঃনামকরণ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল বঙ্গবন্ধু কর্ণার (গ্রন্থাগার ও হল) এর নতুন নামকরণ করা হয়েছে।
উক্ত আদেশক্রমেই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন স্থাপনারও নতুন নামকরণ করা হয়েছে। যেমন: বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও ছাত্রীবাসের নাম যথাক্রমে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব হল’ থেকে পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ এবং ‘শিউলিমালা হল’ রাখা হয়েছে। রাখা হয়েছে ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ’ যা পূর্বে ‘শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ’ নামে পরিচিতি ছিল,দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নাম ‘জুলাই বিপ্লব-২০২৪ স্কয়ার’, এবং বিশ্ববিদ্যালয়ের ছোট পার্কের নাম নজরুল পুত্র বুলবুলের স্মরণে রাখা হয়েছে ‘বুলবুল শিশু পার্ক’ যা পূর্বে
শেখ রাসেল শিশু পার্কের নামে পরিচিত ছিল।
উল্লেখ্য,গতবছর আওয়ামীলীগ সরকারের পতনের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছিল।যার ফলে ঐ দিন অর্থাৎ ৫ই আগস্ট-ই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেঙে ফেলে শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত, বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভাস্কর্য বঙ্গবন্ধু স্কয়ার।প্রাসঙ্গিকভাবে, পরবর্তীতে দাবি জানায় শেখ পরিবারের নাম সরিয়ে হল দু’টোকে বিদ্রোহী ও শিউলিমালা অর্থাৎ নজরুল স্মরণে নামকরণ করতে।
Leave a Reply