মোঃ সাকিব হোসেনঃ
রোজাদারদের সম্মানে প্রাণিসম্পদ অধিদপ্তরে বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৭ই মার্চ) বাদ আছর প্রাণিসম্পদ অধিদপ্তরের কনফারেন্স রুমে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এস এম শফিউল হোসেন আরিফ এর সভাপতিত্বে ও মোঃ শফিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বি.ডি.এল.এ এর প্রধান উপদেষ্টা- জনাব মোঃ আফসার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ বয়জার রহমান, পরিচালক- (প্রশাসন), ডাঃ এবিএম সাইফুজ্জামান, পরিচালক-(হিসাব,বাজেট ও নিরীক্ষা শাখা), এবিএম খালেদুজ্জামান, পরিচালক-(উৎপাদন), কৃষিবিদ শাহজামান খান তুহিন, পরিচালক-(কৃ্ত্রিম প্রজনন দপ্তর) ডাঃ বজলুর রহমান, পরিচালক-(পরিকল্পনা শাখা) ডাঃ তারেক হোসেন, উপ-পরিচালক (প্রশাসন) ও বিভিএ এর মহাসচিব, ডাঃ আব্দুর রহিম- ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি, ডাঃ কবির আহমদ, মহাসচিব-ভ্যাব, ডাঃ আব্দুল মান্নান মিয়া, আহব্বায়ক-লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন, হুমায়ুন কবির-সভাপতি,নন-ক্যাডার এসোসিয়েশন ও মহাসচিব আব্দুর রাজ্জাক সরদার, আবিদ শাহরিয়ার আহমেদ-সাধারণ সম্পাদক- বি.ডি.এল.এস.এফ ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান এবং ড্রাইভার এসোসিয়েশন এর সভাপতি জুয়েল খান ও মহাসচিব আলম পাটোয়ারী প্রমুখ।
এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ বি.ডি.এল.এ এর বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply