সিয়াম বাবু -স্টাফ রিপোর্টার বগুড়া:
বগুড়া শেরপুরে গত সোমবার ১৭ মার্চ মোঃ আরমান শেখ (২৮), পিতা মোঃ তাজ উদ্দিন শেখ, সাং-হাটগাড়ি (মধ্যপাড়া), শেরপুর। শেরপুর উপজেলার ২ নং গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাজার এলাকায় বগুড়া থেকে ঢাকা গামী মহাসড়কের ফ্লাইওভার এর নিচে ১২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরমানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গত ১৮ মার্চ আদালতে প্রের প্রেরণ হয়। থানার রেকর্ড পত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আসামী জান্নাতুল ফেরদৌস নিম্ন বর্নিত মামলা সমূহের সহিত জড়িত আছে।
বগুড়া এর শেরপুর থানার ,এফআইআর নং-৩২/৩২, তারিখ- ২৬ জানুয়ারি, ২০১৯; জি আর নং-৩২/১৯, তারিখ- ২৬ জানুয়ারি, ২০১৯; সময়- রাত্রি ২৩.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
Leave a Reply