নিহারেন্দু চক্রবর্তী:
দেশের সবচেয়ে জনপ্রিয়, শীর্ষস্থানের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন – এর সহকারি বার্তা সম্পাদক হলেন আল আমিন চৌধুরী । এর আগে তিনি প্রতিষ্ঠানটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পত্রিকার ১৬ তম বর্ষ পেড়িয়ে ১৭ বছরে পদার্পন উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এই পদোন্নতি দেয়। এ উপলক্ষে (বুধবার ) দুপুরে প্রতিষ্ঠানের সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় আল আমিন চৌধুরী বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের। একই সঙ্গে গুরুত্বপূর্ণও বটে। দায়িত্বই মানুষকে দায়িত্ববান করে তোলে বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমার নিজস্ব কিছু ভাবনা আছে। প্রতিষ্ঠানের সব সহকর্মীকে সঙ্গে নিয়ে আমি সেই দায়িত্ব পালনে স
তিনি বলেন, প্রযুক্তির চ্যালেঞ্জ নিয়েই এখন সাংবাদিকতা করতে হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই চ্যালেঞ্জ আরও বাড়ছে। আমরা চাইব, প্রযুক্তির কল্যাণে পাঠকের কাছে সবার আগে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে।
উল্লেখ্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নব নিযুক্ত সহকারি বার্তা সম্পাদক আল আমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কৃতি সন্তান।ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে তাঁর সুখী পরিবার।
Leave a Reply