আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি
মানবিক উদ্যোগের অংশ হিসেবে সাধারণ মানুষের সুবিধার্থে নেত্রকোণার দুর্গাপুরে চলাচলকারী অটো ও ইজিবাইকের টোল ফ্রি করে দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নিজ তহবিল থেকে তিনি ইজারাদারের সমস্ত অর্থ পরিশোধ করেছেন।
বৃহস্পতিবার দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন স্পটে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি বাস্তবায়নে কাজ করেন। এসময় তারা অটো ও ইজিবাইক চালকদের সাথে কথা বলে টোল ফ্রি করার বিষয়টি অবগত করেন।
এই উদ্যোগের ফলে অটো ও ইজিবাইকে চলাচল করে সুবিধা পাবেন সাধারণ মানুষ। আগের তুলনায় এসব বাহনে ভাড়া কমবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্গাপুরের প্রেসক্লাব মোড়ে অটোচালক আল আমিন জানান,এটি খুব প্রশংসনীয় একটি উদ্যোগ। তিনি বলেন,আগে টোল দিতে হতো,তাই যাত্রীদের কাছ থেকে যে ভাড়া নেয়া হতো তার তুলনায় ভাড়া এখন কমবে।
দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়কে টোল ফ্রি করার বিষয়টি নিয়ে চালকদের অবগত করছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। তিনি বলেন, গত পহেলা বৈশাখ থেকে অটো,ইজিবাইক ইজারা চালু হয়। দুর্গাপুরের সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক, জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাই উনার নিজ তহবিল থেকে ইজারাদারের টাকা পরিশোধ করে অটো, ইজিবাইকের টোল ফ্রি করে দিয়েছেন। এর সুফল ভোগ করবেন সাধারণ মানুষ। চমৎকার এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।
বিষয়টি নিয়ে ইজারাদার ও উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ ওসমান গণি বলেন,যাত্রীসাধারণের কথা ভেবে ব্যারিস্টার কায়সার কামাল সাহেব নিজ তহবিল থেকে ভর্তুকি দিয়ে অটো ও ইজিবাইকের টোল ফ্রি করে দিয়েছেন। আমরা আজ অটোচালক ভাইদের বিষয়টি অবগত করলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, যুগ্ন আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজিব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাতুল খান রুদ্র, জোবায়ের হোসেন আব্বাসী প্রমুখ।
Leave a Reply