মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাছ পুড়িয়ে কয়লা বানানোর ২০ টি চুল্লি ভেঙে ধ্বংস করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাশতৈল ও আজগানা ইউনিয়নের মহিষবাতান এলাকায় চলে এ অভিযান।
তথ্য মতে জানা যায়, এই সমস্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ গাছ পুড়িয়ে কয়লা তৈরি করা হতো। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। খবর পেয়ে ওই এলাকাগুলোতে অভিযান চালিয়ে ২০টি চুল্লি ধ্বংস করা হয়। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য, এসিল্যান্ড কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার গায়েরাবেতিল এলাকায় ০৭টি , আজগানা মহিষবাতান ০৪টা ,আজগানা খালের পাড় ০২টা ,আজগানা বালিটেকি ০৩টা, আজগানা গ্রামে ০৪টা সহ সর্বমোট ২০টা কয়লার চুল্লি ধ্বংস করা হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এ সকল কাঠ কয়লার চুল্লির ধোঁয়ার কারণে পার্শ্ববর্তী গ্রামগুলোতে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে চোখের বিভিন্ন সমস্যাসহ শ্বাসকষ্টজনিত সমস্যা যেন লেগেই থাকে। চুল্লি মালিকরা সংশ্লিষ্টদের ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। যে কারণে তাদের এই কাজে তেমন কোনো বাধা আসেনি। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাই নাই।
এব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে চুল্লিগুলো ধ্বংস করা হয়েছে। অবৈধ চুল্লি মালিকদের জরিমানাও করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24