ক্রিয়া প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) ফুটবলে চলতি আসরে প্রথমবারের মতো পয়েন্ট পেল বন্দন নগরীর দল চট্টগ্রাম আবাহনী। ১৭ জানুয়ারী ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করলো দ্যা ব্লু পাইরেটস।দিনের প্রথম ম্যাচে ৫৫ মিনিটে মাঠের বা পান্থ দিয়ে সাদিনের বাড়ানো ক্রসে ফাহিমের দারুণ হেডে গোলকিপার রাকিবুল কে বোকা বানিয়ে গোল করেন। পরে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। লিগের অষ্টম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেলো চট্টগ্রাম আবাহনী তাদের পয়েন্ট ৮ ম্যাচে ৩ আর পুলিশ ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে।অন্য দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগঞ্জে খেলতে নেমে টানা আট ম্যাচে জয় তুলে নিলো সাদা কালোরা, ম্যাচের ১২ মিনিটে ইমানুয়েলের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দেয় আলফাজ উদ্দিনের শিষ্যরা। এই জয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরের স্থানটি আরো শক্ত করলো এবং শিরোপা জয়ের পথে আরও একদাপ এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
Leave a Reply