সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা:
সন্দ্বীপ গুপ্তছড়া- সীতাকুণ্ড বাঁশবাড়িয়া নৌরুটে চলাচলকারী কপোতাক্ষ ফেরির মাস্টার ও ইঞ্জিন ইনচার্জের সাথে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮এপ্রিল বিকেল ৩টায় কপোতাক্ষ ফেরির কনফারেন্স রুমে এ সভার আয়োজন করেন সন্দ্বীপের স্থানীয় সাংবাদিকরা। সভায় কপোতাক্ষ ফেরির মাস্টার মো. সাইফুল ইসলাম ও ইঞ্জিন ইনচার্জ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ফেরি চলাচলের বর্তমান অবস্থা, যাত্রীসেবা, নিরাপত্তা এবং যাত্রীদের ভোগান্তি হ্রাসে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা স্থানীয় জনসাধারণের মতামত ও অভিযোগ তুলে ধরেন এবং এসব সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
ফেরি চলাচল বন্ধ থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফেরি কর্তৃপক্ষ জানান, ইঞ্জিনের বিয়ারিং সমস্যার কারণে গতকাল ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সভায় ফেরির মাস্টার ও ইঞ্জিন ইনচার্জ জানান, বর্তমানে ফেরি চলাচলে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে—যেমন নাব্যতা সংকট, জেলেদের জালজনিত সমস্যা, ভাসমান ওয়ার্কশপ এবং গভীর নলকূপ স্থাপন সংক্রান্ত প্রতিবন্ধকতা।
তারা বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তারা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে কপোতাক্ষ ফেরি কর্তৃপক্ষ ও সাংবাদিকবৃন্দ সন্দ্বীপবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত নৌসেবা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন।
সভায় উপস্থিত ছিলেন—সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, সদস্য শাহাদাত হোসেন, উপজেলা প্রেস ক্লাব সদস্য এমদাদ হোসেন, সাংবাদিক নওশাদ, নজরুল ইসলাম সহ অনেকেই।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24