অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সন্তানদের পৃথিবীর অন্ধকার দিক থেকে দূরে রাখতে চেয়েছেন। সে জন্যই তিনি হোয়াইট হাউসে কোনো দায়িত্ব নিচ্ছেন না। ট্রাম্পের প্রথম মেয়াদে তার বড় মেয়ে ইভানকা অর্থনৈতিক উদ্যোগ ও উদ্যোক্তা অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিন সন্তানের এই মা এবার তার পূর্বতন অভিজ্ঞতা এবং এবার তার ভূমিকা কী হবে তা নিয়ে মুখ খুলেছেন।ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আর মাত্র কয়েক দিন বাকি। নভেম্বরে কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনে জয়লাভের পর তার শপথগ্রহণ আগামী সোমবার (২০ জানুয়ারি)। হিম অ্যান্ড হার শো-এর একটি সাম্প্রতিক পর্বে উপস্থিত হয়ে ইভানকা জানিয়েছেন, তিনি ২০২৫ সালে রাজনীতি থেকে সরে আসবেন। তার বাবাকে সমর্থন করার জন্য তিনি ফিরে আসতে পারেন এমন গুজব নাকচ করেছেন ইভানকা। ব্যাখ্যা করেছেন, কেন তিনি ‘রাজনীতি ঘৃণা করেন’। ইভানকা বলেন, ‘আমি নীতি এবং প্রভাব ভালোবাসি। আমি রাজনীতি ঘৃণা করি। এবং দুর্ভাগ্যবশত, দুটি আলাদা করা যায় না। এই পৃথিবীতে একটা অন্ধকার আছে, যা আমি আসলে আমার দেশে স্বাগত জানাতে চাই না। আমি এখন আবার রাজনীতিতে না যাওয়ার প্রধান কারণ হলো আমি এর মূল্য জানি। আমার বাচ্চারা এই মূল্য বহন করুক, আমি তা চাই না।’ এর আগে ইভানকা জানিয়েছিলেন, একজন উপদেষ্টার চেয়ে বরং একজন মেয়ে হিসেবে বাবা ট্রাম্পের পাশে থাকতে চান তিনি।তার ভবিষ্যৎ কাজ এবং পরিবারের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ৪৩ বছর বয়সি এই নারী বলেন : ‘আশা করি আমি এমন একটি জীবনযাপন করব যার প্রভাব থাকবে। তা আমি যেখানেই থাকি না কেন।’
Leave a Reply