ফারিছ আহমদ:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার জুম্মার নামাজের পর ‘কাফন মিছিল’ কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা সাদা কাফন পরে ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।শিক্ষার্থীরা বলেন, তাদের দাবির প্রতি দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করতেই এই কাফন মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া চলমান সংকট ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানান তারা।মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।পরে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং শিক্ষার্থীরা পুনরায় ক্যাম্পাসে ফিরে যান।
Leave a Reply